জানালার ধারে আজও একই ভাবে
বসে আছি আমি আঁধারে
তারাগুলো তবু নয়তো একা
জোছনা কেনো মেঘের আড়ালে?
জানালার ধারে আজও একই ভাবে
বসে আছি আমি আঁধারে
তারাগুলো তবু নয়তো একা
জোছনা কেনো মেঘের আড়ালে..?
জানি না কেনো
স্বপ্নগুলো
হারিয়ে যায় আজ?
কী হবে ভেবে তোমায়?
তুমি তো আছো দূরে...
কোথায় গেলো সেই আকাশ?
কোথায় তোমার জোছনা?
আবার কেনো খুঁজে যাই তোমায়..?
কোথায় আমার স্বপ্ন?
কেনো আজ ভেঙে গেলো?
তবে তোমায় হারানো কি ভুল ছিলো..?
সাজানো স্বপ্নগুলো কেনো ধূসর আজ মলিন
তোমাকে পাবো বলে কেনো স্বপ্নগুলো রঙিন?
সাজানো স্বপ্নগুলো কেনো ধূসর আজ মলিন
তোমাকে পাবো বলে কেনো স্বপ্নগুলো রঙিন?
কোথায় গেলো সেই আকাশ?
কোথায় তোমার জোছনা?
আবার কেনো খুঁজে যাই তোমায়..?
কোথায় গেলো সেই আকাশ?
কোথায় তোমার জোছনা?
আবার কেনো খুঁজে যাই তোমায়..?
কোথায় আমার স্বপ্ন?
কেনো আজ ভেঙে গেলো?
তবে তোমায় হারানো কি ভুল ছিলো..?