তুমি চলে যাও দূরে কোথাও
আমি আর নেই আগের মত
এত কলরব আর এত উৎসব
তবু আমার মাথা নত
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
কি করে কোথায় কে হারিয়ে যায়
খুঁজে দেখা হয়নি আমার
এক-তরফা আমার এ সভা
নেভাতে পারিনি অন্ধকার
আমি আবার কেনো বেসে ফেলেছি ভালো
কোথায় আমার হল ভুল
আমি আবার কেনো জ্বেলে ফেলেছি আলো
কোথায় হারালো সাদা ফুল
ফেরা যাবে না ঘরে ঠিকানা গেছে সরে
আমি আমার মধ্যে নেই
শেষ হয়ে গেছে সবই এক ফ্রেমে থাকা ছবি
আমি আমার মধ্যে নেই