Video Bebshar Poristhiti de Aly Hasan 2025 Lyrics Lyrics

Escucha la música Lyrics más popular de Aly Hasan y otros artistas en línea. Disfruta de las mejores canciones de 2025 en Musicas-Cristianas de música en línea. ¡Encuentra tu canción favorita y escúchala en cualquier momento y en cualquier lugar!

Video Bebshar Poristhiti » Aly Hasan Letra

INICIOAly HasanBebshar Poristhiti

Aly Hasan - Bebshar Poristhiti Lyrics


[Intro: Aly Hasan]
(মোছা-টোছা হইসে রে?)

[Verse 1: Maruf, Aly Hasan]
ভাই, কন্নি কত?
১২০ টাকা
দিয়া দাও করমুনে কালকে দেখা
কলাদা, রুটি নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছোস
ব্যবসার হিসাব আলাদা
শরম দিলা ভাইরে
ভাই আছোস বাইরে
লাখ টাকা খাওয়াই দিমু
দোকানের বাইরে

[Verse 2: Sadi Vai, Aly Hasan]
কী খবর, আলী মিয়া
চিল্লাইতাছো কী নিয়া?
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া (ওহ)
মানুষ তো মনে করে হুদাহুদি চেতি (আচ্ছা)
আহেন ভাই, বহেন, দেহেন
কই, ব্যবসার পরিস্থিতি

[Chorus: Aly Hasan]
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ… তিতি তিতি
বাপ-দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
[Verse 3: Aly Hasan]
ভাই, এতলা টাকা advance দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া?
ট্যাকা ঘুরায় বাকি নিয়া
দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া
কথাটা হুনতে খারাপ
ব্যবসার- ব্যবসা মিয়া

[Verse 4: Aly Hasan, AAmin Ale]
কীও বড় ভাই?
আপনের দেহি খবর নাই
ভাবতাছি হারাইয়া গেছেন
নাকি বাল মইরাই গেছেন
ধুরো মিয়া কী কইতাছেন?
ধুরো মিয়া কী কইতাছেন?
কওয়ার তো কারণ আছে
বাকি ট্যাকার খবর নাই
ট্যাকা দিবেন কবে?
আজকে নাইলে কালকে
ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা?
আজকে নাইলে কালকে
আর কালকে নাইলে পরশু
পরশু নাইলে তস্যু
হালার আমরা কী নস্যু?
[Verse 5: Siam Hawladar, Aly Hasan]
আছে নিহি Fevicol-এর
৪০০ মি.লি. আঠা?
আছে তো, একদাম ৭০ টাকা দাদা
ধোপ মিয়া পাগল হইছেন?
কী কইতাছেন যা-তা?
রেট দিলাম বাট্টা
শালা তারপরও কস টাটা?
ভাই, ৬০ টাকায় দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মোড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন

[Verse 6: Aly Hasan]
ফুটুনি করতে আহে
ভালো-মন্দ চিনে না
আইয়া খালি আতায় বাজান
দাম হুইনা আর কিনে না

[Verse 7: Rakib Hasan, Aly Hasan, Mr.Rizan]
কী খবর boss?
তোর boss-এ খাইছে loss
১২ ইঞ্চিতে ১ ফুট
৩ ফুটে ১ গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এত সোজা boss?
আমি খাইছি ব্যবসায় লস
আমার লগেই মজা লস?
মালের দাম কী কমছে
না আগের থেইকা জমছে?
হ, আপনার লাইগ্যাই কমছে
সত্যিই কসমছে?
সত্যিই কসমছে?
মালের দাম কি কমছে?
এদেশে কি মালের দাম ভাই বাড়া ছাড়া কমছে?
[Verse 8: Uday, Aly Hasan]
ধুরু এমন একটা লাইট দিলেন লাইট টা গেলো কাইট্যা
আমার আবার এত দূরে আসা লাগলো হাঁইট্টা
তোমার লাইট তো কাইট্টা, মাইনষেরটা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে, ঠেইট দিয়া change কইরা দে লাইট টা
কিছু কিছু product আছে মায় বানায়, পুতে বেচে
Company গাঢ়া হেঁচে দোকানদার পড়ে প্যাঁচে
Customer বেশি বুঝে নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগায় price-এর ভিতর surprise আছে?

[Verse 9: Mr.Rizan,Manam, Aly Hasan]
কীরে যৌবন লাল?
দুই পাউন্ড রং দে লাল
মালের যে slip করুম
মালিকরে কদ্দুর ভরুম?
আইজকা বেশী ভরুম
তোগো ভাই পেট না showroom?
ওরা তো খাইয়া অন্যায়
আর আমি না খাইয়াই করুম
আরেকদিন আরেক হালায় কিন্না নিছে রশি
রশি কিন্না যেই কাম করছে রশি বেইচ্চা দোষী
ব্যবসা হইলো টোপের খেলা টোপের ভিতর বড়শি
আর দেড়'শ টাকার ছাগল টানতে ২০০ টাকার রশি

[Chorus: Aly Hasan]
ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ… তিতি তিতি
বাপ-দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
ভাই, ব্যবসার যে পরিস্থিতি
উল্টা নিজেই তিতি তিতি
আ… তিতি তিতি
বাপ-দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?
কন তো টুক্কুর-টাক্কুর সদাই বেইচা
কয় ট্যাকা কামাই?

Bebshar Poristhiti » Aly Hasan Letras !!!
ANUNCIOS PUBLICITARIOS
Esta sitio web no aloja ningún tipo de archivo audio o video© Musicas-Cristianas 2025 España | Chile - Argentina - México. Todos los derechos reservados.

Escuchar músicas enlinea gratis, 2025 Escuchar Música Online, Música en Línea 2025, Música en Línea Gratis, Escuchar Música Gratis, Música Online 2025, Escuchar Música

Música 2025, Música 2025 Online, Escuchar Música Gratis 2025, Músicas 2025 Gratis, Escuchas top, Música de Moda.