তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সাম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সাম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
তুই গান, গান, গান
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
অনেক বেশি ফুটে থাকা রঙ মাতাল ফুল
দেখলেও জানি তোর চোখ মনে পড়বে
আর আমার ভুল
অনেক বেশি ফুটে থাকা অনিচ্ছুক রঙ মাতাল ফুল
দেখলেও জানি তোর চোখ মনে পড়বে
আর আমার ভুল
ভালোবাসা তাই অন্য কোথাও
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সম্রাজ্য নিজেই গড়ুক
তুই দিস চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
ভালোবাসা তাই অন্য কোথাও চায়ের কাপে
নিজের সম্রাজ্য নিজেই গড়ুক
আমি দিই চাঁদকে পাহাড়া ততক্ষন
তারা নিংড়োনো আলোয়
তুই গান, গান, গান
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
বাঁচ রে, বাঁচ
তুই গান গা ইচ্ছে মতো
বাতাসকে খুশি করে বাঁচ
সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট
বাতাসকে খুশি করে বাঁচ
তুই গান, তুই গান গা
তুই গান গা
তুই গান গা